০১। বিদ্যুৎ বিতরণ সিস্টেম এর ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শাজাহানপুর-২ (খোট্টাপাড়া), ধুনট -২ (মথুরাপুর), গাবতলী-৩ (বালিয়াদিঘী) গাবতলী-৪ (উজগ্রাম) নামের ০৪ টি উপকেন্দ্র নির্মানের লক্ষ্যে পবিস এর নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করা হয়েছে এবং ধুনট-৩ (চিকাশী) ও শেরপর -৪ (বিশালপুর) উপকেন্দ্র নির্মাণের জমি ক্রয় প্রক্রিয়াধীন আছে।
০২। বাপবিবোর্ডের যে কোন চলমান প্রকল্পের অধীন উক্ত ১০ এমভিএ ক্ষমতার ০৬ টি উপকেন্দ্র দ্রুত নির্মান করা প্রয়োজন।
০৩। গ্রাহকের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে আগামী ১-২ বছরের মধ্যে আরো ০৬ টি নতুন ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ করা প্রয়োজন, শেরপুর ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র হতে নতুন আর ০৪ টি বে-ব্রেকারসহ ৩৩ কেভি লাইন নির্মাণাধীন রয়েছে।
০৪। পবিসের বর্তমান লোড ১১০ মেঃ ওঃ, আগামী ০৫ বছরে এ লোড ১৪৫ মেঃ ওঃ হতে পারে। পবিসের ৩৩ কেভি উপকেন্দ্র, ৩৩ কেভি লাইন ও ১১ কেভি ফিডার লাইন নির্মাণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা ইতোমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।
০৫। শেরপুর উপজেলায় পিক লোড বৃদ্ধি পাওয়ায় শেরপুর-৬ (কেল্লাপরসী) উপকেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS